অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ `রহস্যে’ নতুন বাঁক

অনলাইন ডেস্ক

বিবাহবিচ্ছেদ হচ্ছে অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রায়ের। অনেক দিন ধরেই গুঞ্জন চাউর হচ্ছে বলিপাড়ায়। জানা গেছে, স্বামী অভিষেক বচ্চনের বাড়িও নাকি ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে এত ঘটনার পরেও বচ্চন পরিবারের সবাইকে একসঙ্গে দেখা যাচ্ছে। কখনও ‘আর্চিজ’-এর প্রিমিয়ার শোতে, তো কখনও আবার আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে। এক দিকে বিচ্ছেদের আলোচনা অব্যাহত। তার মাঝেই মেয়ের স্কুলের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অভিষেক-ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা গেল।

প্রথম দিন আলাদা আলাদা গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল এই বলিউড দম্পতিকে। তার পর অবশ্য ফিরেছিলেন একই গাড়িতে। এ বার দ্বিতীয় দিনে দেখা গেল পাশাপাশি হেঁটে স্কুলে ঢুকছেন তারা। আর একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আর ঐশ্বরিয়া তো অভিষেকের দিকে একদৃষ্টে তাকিয়ে। এই ছবি প্রকাশ্যে আসতেই জন্ম নিয়েছে নতুন ভাবনা। অনেকেই ভাবছেন তা হলে এত দিন ধরে যে আলোচনা চলছে তা কি সম্পূর্ণ ভুল? আরাধ্যার প্রথম দিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দাদু অমিতাভও। এসেছিলেন ঐশ্বর্যার মা-ও। তাঁকে হাত ধরে গাড়িতে তুলে দেন জামাই অভিষেক।

আর নাতনির পারফরম্যান্স দেখে তো মুগ্ধ দাদু। অমিতাভ নিজের ব্লগে লেখেন, ‘আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। মঞ্চে যেভাবে অভিনয় করল আমাদের পরিবারের এই ছোট্ট সদস্য, তা সত্যিই ওর সহজাত প্রতিভা। যদিও ছোট্ট মানুষটা আর ছোট্ট নেই, ক্রমে বড় হয়ে উঠছে।’ এই সব কিছুর মাঝে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা থামছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights