অভিষেক ম্যাচে প্রথম ওভারেই খালেদের উইকেট
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছে পেসার খালেদ আহমেদের। তবে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেটটি পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না তকে। অভিষেক ম্যাচে প্রথম ওভারেই তুলে নিলেন চ্যাড বসের উইকেট। তিনি সাজঘরে ফেরার আগে ১৯ বলে ১৪ রান করেছেন।
এর আগে, ম্যাচের শুরুতে নিউজিল্যান্ড শিবিরে আঘাত করেন মুস্তাফিজুর রহমান। নিজের করা দ্বিতীয় ওভারে উইল ইয়াংকে আউট করলেন তিনি। বল ব্যাটের কানা ছুঁয়ে লিটনের গ্লাভসে জমা পড়ে। ৮ বলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ইয়াং।
পরে নিজের করা চতুর্থ ওভারে এসে নিলেন আরও এক উইকেট। মুস্তাফিজের বলে স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। কানায় লেগে ওঠা ক্যাচটি ঝাঁপিয়ে উঠে ধরেছেন স্লিপে থাকা সৌম্য।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে তিন উইকেট হারিয়ে ৫৬ রান করেছে কিউইরা।