অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন সচিব, সিনিয়র সচিব হলেন হামিদা বেগম
অনলাইন ডেস্ক
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব পদে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে।
সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২৪ নভেম্বর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান অবসর যাবেন।
অপর আদেশে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। পরে তাকে একই বিভাগে পদায়ন করা হয়।