অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচের মলিন পারফরম্যান্সে সিংহাসন হারিয়ে সাকিব আল হাসান এক ধাক্কায় নেমে গিয়েছিলেন পাঁচে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভালো খেলে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ তারকার। উঠে এসেছেন তিনে।

আজ বুধবার আইসিসির প্রকাশিত সবশেষ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে আরও। শীর্ষে থাকা মোহাম্মদ নবীকে সরিয়ে এখন সবার ওপরে অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস (২৩১ রেটিং পয়েন্ট)।

২১৩ রেটিং পয়েন্ট নিয়ে আফগান তারকা নবী নেমে গেছেন চারে। দুইয়ে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা (২২২ রেটিং পয়েন্ট)। আর সাকিবের পয়েন্ট ২১৮।
নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে নিজেকে ফিরে পান এর আগে ছন্দহীন সাকিব। চাপের মুখে খেলেন ৬৪ রানের কার্যকরী এক ইনিংস, যা বাংলাদেশকে এনে দেয় বড় জয়। এরপর নেপালের বিপক্ষে হিসেবি বোলিংয়ে নেন ২ উইকেট।

স্টয়নিসের উন্নতির বড় কারণ স্কটল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় খেলেন মাত্র ২৯ বলে ৫৯ রানের খুনে ইনিংস। এর আগে নামিবিয়ার ৯ রানে ২ উইকেট।

সুপার এইটে প্রথম ম্যাচেই স্টয়নিসের মুখোমুখি হবেন সাকিব। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচটি হবে আগামী শুক্রবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights