অলিম্পিয়াকে গুঁড়িয়ে দিল মায়ামি
অনলাইন ডেস্ক
হন্ডুরাসে প্রাক-মৌসুম ম্যাচ খেলতে গিয়ে ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি।
এদিন ম্যাচের ২৭ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে শুরু ইন্টার মায়ামির। প্রথম গোলটি আসে মেসির পা থেকে। সুয়ারেজের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন মেসি। এরপর ৪৪ মিনিটে ফেদেরিকো রেদোনদো ও প্রথমার্ধের যোগ করা সময়ে নোয়াহ অ্যালেনকে দিয়ে গোল করার মেসি। সুয়ারেজ ব্যবধান ৪-০ করে ফেলেন ম্যাচের ৫৮ মিনিটে। শেষ গোলটি করেন রায়ান সেইলর, ৭৯ মিনিটে।
এই ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের বাইরে প্রস্তুতি পর্ব শেষ করল ইন্টার মায়ামি। আগামী ২২ ফেব্রুয়ারি মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের প্রথম ম্যাচের আগে ১৪ ফেব্রুয়ারি ওরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির দল। ৪ দিন পর কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্পোর্টিং কানসাস সিটি।