অশ্বিনের অবসরের ঘোষণায় কোহলির আবেগঘন বার্তা
অনলাইন ডেস্ক
ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে ড্র হয়েছে। বুধবার শেষ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরুর পরই নামে বৃষ্টি। খেলা বন্ধ হয়ে যায়। দুই দল ফিরে যায় ড্রেসিংরুমে। তখন দেখা যায়, বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিন ড্রেসিংরুমে পাশাপাশি বসে আছেন। কোহলিকে কিছু একটা বলছেন অশ্বিন। তার চোখ দিয়ে জল ঝরছে। কোহলির মুখেও যেন নেমে এসেছে অন্ধকার!
তখনও কেউ জানত না, রবিচন্দ্রন অশ্বিন একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতের এই অভিজ্ঞ স্পিন অল-রাউন্ডার। ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পরই তিনি এই ঘোষণা দেন।
ব্রিসবেন টেস্টের পর ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সংবাদ সম্মেলনে নিজের অবসর নিয়ে অশ্বিন বলেন, ‘ভারতের ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের সব সংস্করণে এটাই আমার শেষ দিন। আমি মনে করি ক্রিকেটে দেয়ার মতো আমার আরও কিছু আছে, তবে সেটা ক্লাব পর্যায়ের জন্য। কাজেই এটাই শেষ দিন। আমার অনেক স্মৃতি থাকবে রোহিতসহ সবার সঙ্গে।’
দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন কোহলি-অশ্বিন। তাই সতীর্থের বিদায়বেলায় আবেগ সামলাতে পারেননি। অশ্বিনের অবসর ঘোষণার পর টুইটারে আবেগঘন বার্তা দিয়েছেন কোহলি। সেখানে ভারতীয় এই ব্যাটার লিখেন, ‘আমি তোমার সঙ্গে ১৪ বছর ধরে খেলেছি, আর আজ যখন তুমি জানালে যে তুমি অবসর নিচ্ছ, তখন আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়লাম। আমাদের একসঙ্গে খেলার সব মুহূর্তের স্মৃতিচারণা আমার মনে ভেসে উঠল। আমি তোমার সঙ্গে এই পুরো যাত্রাটা ভীষণভাবে উপভোগ করেছি, অ্যাশ। তোমার দক্ষতা আর ম্যাচ জেতানো অবদান ভারতীয় ক্রিকেটে অতুলনীয়, আর তুমি চিরকাল একজন কিংবদন্তি হিসেবে স্মরণীয় থাকবে। তোমার পরিবারের সঙ্গে জীবনের পরবর্তী অধ্যায়ে তোমার জন্য শুভকামনা। প্রচুর সম্মান ও ভালোবাসা তোমার জন্য। ধন্যবাদ, বন্ধু।’
১০৬ টেস্ট খেলে অশ্বিনের ঝুলিতে আছে ৫৩৭ উইকেট। অনিল কুম্বলের (৬১৯) পর তিনিই সাদা পোশাকে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ১১৬ ওয়ানডেতে ১৫৬ ও ৬৫ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট নিয়েছেন তিনি। ব্যাটিংয়েও স্মরণীয় অনেক মুহুর্ত আছে তার। টেস্টে ৬ সেঞ্চুরিতে অশ্বিনের সংগ্রহে আছে ৩ হাজার ৫০৩ রান। ফিফটি ১৪টি। তাছাড়া রেকর্ড ১১বার প্লেয়ার অব সিরিজ হওয়ার কীর্তি আছে তার।