অসচ্ছল নারীদের পাশে বসুন্ধরা শুভসংঘ: সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ

শুভসংঘ ডেস্ক

শরীয়তপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দুস্থ ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে পাঁচ মাসের প্রশিক্ষণ শেষে ২০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কলোনি মাঠের পাশের একটি বাড়িতে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘের শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় টিম, শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি শরিফুল আলম ইমন, নিউজ টোয়েন্টিফোরের শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনি, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান শামীম মোল্লা, প্রশিক্ষক মুন্নি বেগমসহ অন্য বন্ধুরা।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সবার পাশে থাকে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন দেওয়া হয়েছে। এই মেশিন পেয়ে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবেন। অসহায় এই নারীরা প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে সেলাই মেশিন পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন। সেলাই কাজ করে তারা যা উপার্জন করবেন, সেটি কিছুটা হলেও সংসারের চাহিদা মেটাতে সহায়ক হবে। তাদের সংসারের চাকা সচল হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত শাহানারা আক্তার, নার্গিস আক্তার ও জায়েদা বেগম বলেন, আমাগো এত দিন ট্রেনিং দিল বসুন্ধরা গ্রুপ। এই ট্রেনিং কইরা আমরা অনেক কিছু শিখছি। অহন আমাগো সেলাই মেশিন দিছে। অভাবের সংসারে এই মেশিন দিয়া কাপড়চোপড় বানাইলে আমাগো ভালো আয় হইবো। সংসারটা ভালো চলব। এর আগেও গেছে শীতে বসুন্ধরা থেইকা আমাগো কম্বল দিছে। আল্লায় বসুন্ধরার মালিকের ভালো করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights