অসুস্থ হওয়ার তিন দিনেও নির্বাচনী প্রচারণায় আসেননি, কী হয়েছে এরদোয়ানের?

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোচা জানান, প্রেসিডেন্ট এরদোয়ান গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অসুস্থ হওয়ার পর তিনদিনের মতো নির্বাচনী প্রচারণায় জনসম্মুখে আসেননি। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, তিনি (এরদোয়ান) অন্ত্রের সংক্রমণে আক্রান্ত।

টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এরদোয়ান। আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার দক্ষিণের শহর আদানায় প্রেসিডেন্ট এরদোয়ানের একটি সেতুর উদ্বোধন এবং রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু তার শিডিউল পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট ভিডিও লিংকের মাধ্যমে ব্রিজ উদ্বোধন করবেন।
অসুস্থ হওয়ার পর এরদোয়ান বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। সেখানে তাকে মলিন দেখা যায়।

২০০৩ সাল থেকে এরদোয়ান তুরস্ক শাসন করছেন। ২০১১ সালে প্রেসিডেন্ট এরদোয়ানের অন্ত্রের সার্জারি করা হয়। অসুস্থ হওয়ার আগে নির্বাচন উপলক্ষে এরদোয়ানকে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালাতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights