অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা ধরে রাখলেন সিনার
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন ইয়ানিক সিনার। আলেক্সান্দার স্ফেরেফকে সরাসরি সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ধরে রাখলেন ইতলিয়ান টেনিস তারকা। এর মাধ্যমে ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি গড়লেন তিনি।
রবিবার কোর্টে নেমে তেমন একটা লড়াই করতে পারেননি স্ফেরেফ। পুরুষ এককের ফাইনালে ২ ঘন্টা ৪২ মিনিটে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে সেটে ম্যাচটি জিতে নেন ২৩ বছর বয়সী সিনার।
অষ্টম খেলোয়াড় হিসেবে প্রথম তিন বা এর চেয়ে বেশি ফাইনাল খেলে সব কটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন সিনার। এদিক থেকে সবচেয়ে এগিয়ে রজার ফেদেরার। গ্র্যান্ড স্ল্যামে নিজের প্রথম সাতটি ফাইনালেই জিতেছিলেন সাবেক সুইস তারকা।
এদিকে, রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের জেতা প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ধরে রাখার কীর্তি গড়েছেন সিনার। ২০০৫ সালের পর ২০০৬ সালের ফ্রেঞ্চ ওপেনেও শিরোপা জিতেছিলেন নাদাল। মোলবোর্ন পার্কে টানা দুটি শিরোপা জেতা চতুর্থ খেলোয়াড় সিনার। এর আগে এই কীর্তি গড়েছিলেন আন্দ্রে আগাসি, ফেদেরার ও নোভাক জোকোভিচ।