অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ে অ্যারোস্পেস কার্নিভাল-২০২৪

লালমনিরহাট প্রতিনিধি
দেশের একমাত্র বিশেষায়িত অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে পালিত হলো IMPULSE 1.0 উদ্বুদ্ধকরণ নামে অ্যারোস্পেস কার্নিভাল-২০২৪।

শনিবার (২৩ নভেম্বর) সকালে অ্যারো-অ্যাস্ট্রো ক্লাব ও ড্রোন ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই কার্নিভালে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ জেলার প্রায় দশটির বেশি স্কুল-কলেজ এবং মাদ্রাসা থেকে প্রায় ৬০০ জন স্থানীয় শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিজ্ঞান শিক্ষা, বিশেষ করে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে অবগত করা ও উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পুরো অনুষ্ঠান জুড়ে বিজ্ঞান অলিম্পিয়াড, অ্যারোস্পেস কেস স্টাডি, অ্যারোস্পেস ড্রয়িং চ্যালেঞ্জ, ম্যাটল্যাব ব্যবহার করে অ্যারোস্পেস সমস্যা সমাধান, পেপার প্লেন কম্পিটিশন, প্রকল্প প্রদর্শনী এবং পোস্টার উপস্থাপনার মতো আকর্ষণীয় নানা কার্যক্রমের আয়োজন করা হয়।

কার্নিভাল-২৪ এর এ উৎসবে প্রধান অতিথি এবং কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমডোর মো. মঈনুল হাসনাইন, বিইউপি, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি।

তিনি বলেন, “বাংলাদেশে অ্যারোস্পেস গবেষণাকে এগিয়ে নিতে এবং বিমান প্রকৌশলে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের বিশ্ববিদ্যালয় কাজ করে যাবে। জাতীয় পর্যায়ে অ্যারোস্পেসে নতুন সম্ভবনা তৈরি করতে এই বিশ্ববিদ্যালয় সব ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত। ”

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস বিভাগের ডিন এয়ার কমডোর ফরহাদ হোসেন মাহমুদ, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট ফ্যাকাল্টির ডিন এয়ার কমডোর মোহাম্মদ মইনুল হক, লাইট লেফটেন্যান্ট প্রভাষক অনিক চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মূল সংগঠক ও অ্যারোস্পেস বিভাগের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল বলেন, “যাত্রা শুরুর কয়েক বছরের মধ্যেই এই ইউনিভার্সিটি শিক্ষক এবং ছাত্রদের গবেষণা এবং তাদের অ্যারোস্পেস ডিজাইন এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিয়েছে। যুক্তরাষ্ট্র বা জাপানে যেমন কোন কোন বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে উঠেছে উন্নত শহর, ঠিক তেমনি দেশের এই একমাত্র অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়কে ঘিরে লালমনিরহাটও হয়ে উঠবে আরও উন্নত এবং বাড়বে কর্মসংস্থান ও শিক্ষার হার।”

বিজ্ঞান ভিত্তিক এই মেলা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights