আইনজীবী আলিফ হত্যা : চার আসামির রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড মঞ্জুর হওয়া চার আসামি হলেন— রিপন দাশ, আমান দাশ, বিশাল দাস ও রাজীব ভট্টাচার্য।

অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বলেন, সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এই চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে রিপন দাশের পাঁচ দিন এবং রাজিব ভট্টাচার্য, আমান দাশ, বিশাল দাশের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আলিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাজিব ভট্টাচার্য, আমান দাশ ও বিশাল দাশ।

তিনি জানান, রিপন দাশকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল। পুনরায় রিমান্ড আবেদন করা হলে আদালত আবারও তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, একই আদালতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় আট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন— ইমন চক্রবর্তী, সুজন দাশ, সৌরভ দাশ, রফিক, সুমন দাশ, রুপন দাশ, আহমেদ হোসেন ও সাকিবুল আলম।

এর আগে, সকালে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের কারাগার থেকে আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। সেই সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে সেই দিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২৯ নভেম্বর ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অন্তত ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন আলিফের বাবা জামাল উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights