আইপিএলের জন্য সব দেশের উচিত ক্রিকেটার না ছাড়া : ইনজামাম

অনলাইন ডেস্ক

আইপিএলের বিরুদ্ধে আবারও সরব হলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। বিশ্বের সব দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএলের জন্য ক্রিকেটার না ছাড়ার আবেদন জানালেন ইনজামাম।

ইনজামাম জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অন্য দেশের টি-টোয়েন্টি লিগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলতে দেয় না। তাই বাকি দেশগুলোরও কঠোর সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি আরও বলেছেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটাররা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটাররা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা। বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তাহলে বাকি বোর্ডগুলোরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’

শুক্রবার (১৪ মার্চ) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্থানীয় একটি টিভি চ্যানেলে দেয়া ইনজামামের এই বক্তব্য ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব দেশের বোর্ডকে ভারতের বিরুদ্ধে এক রকম জোট বাধার আহ্বান জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচের দিন আইপিএলের বিরুদ্ধে সরব হয়েছিলেন ইনজামাম। অন্য একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সব দেশের ক্রিকেট বোর্ডের কাছে এই একই আবেদন জানিয়েছিলেন। বাস্তবে বিশ্বের সকল ক্রিকেটাররাই আইপিএল খেলার স্বপ্নে বিভোর থাকে। এমনকী এসব লিগে খেলতে অনেকেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও সরে দাঁড়ায়।

উল্লেখ্য, বিসিসিআই ভারতের পুরুষ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি না দিলেও নারী ক্রিকেটারদের দেয়। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা বিগ ব্যাশ লিগ, নারীদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেডে খেলেন। আর পুরুষ ক্রিকেটারেরা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেই কেবল বিদেশের লিগে খেলতে পারেন। অবসর নেওয়ার আগে কাউকে কাউকে শুধু ইংল্যান্ডের কাউন্টিতে খেলার অনুমতি দেওয়া হয়।

সূত্র : ইন্ডিয়া টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights