আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, কার কত ভিত্তিমূল্য

অনলাইন ডেস্ক

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম বসবে সৌদি আরবের জেদ্দায়। ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম। মোট ৫৭৪ জন ক্রিকেটার থাকছেন নিলামের তালিকায়। এই তালিকায় বাংলাদেশের আছেন ১২ ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন। আর কারই বা কত ভিত্তিমূল্য। তা আজ জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

বাংলাদেশের ১২ ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য আছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বিপরীতে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন-সাকিব, মিরাজ ও তাসকিন। আর ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য আছেন বাকি ৯ ক্রিকেটার।
এবারের নিলামের ৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়। বাকি ২০৮ জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আছেন ৩ জন ক্রিকেটার। নিলামে অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়র বিপরীতে আছেন ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে ৭০ জন বিদেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights