আইপিএল ছাড়লেন আর্চার, জর্ডানকে দলে নিলো মুম্বাই

অনলাইন ডেস্ক

কনুইয়ের চোট এখনও পুরোপুরি সারেনি জোফ্রা আর্চারের। পুনর্বাসন প্রক্রিয়ায় মনোযোগ দিতে আইপিএল ছেড়ে নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ইংলিশ ফাস্ট বোলার। আর্চারের বদলি হিসেবে তারই স্বদেশী পেসার ক্রিস জর্ডানকে দলে যোগ করেছে মুম্বাই। এক বিবৃতিতে মঙ্গলবার (৯ মে) বিষয়টি জানিয়েছে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।

চলতি আইপিএলে মুম্বাইয়ের এখন পর্যন্ত খেলা ১০ ম্যাচের পাঁচটিতে ছিলেন আর্চার। গতিময় বোলিং করলেও প্রত‍্যাশা মেটাতে পারেননি তিনি। ওভারপ্রতি ৯.৫০ রান দিয়ে উইকেট নিতে পেরেছেন কেবল দুইটি।

আসরে মুম্বাইয়ের প্রথম ম্যাচেই মাঠে নামেন আর্চার। এরপরই কনুইয়ে অস্বস্তিবোধ করেন তিনি। পরে বিশেষজ্ঞ দেখাতে তাকে বেলজিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফিরে মুম্বাইয়ের সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে খেলেন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। তার আইপিএল ছাড়ার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। সমর্থন ও সহযোগিতা করার জন্য মুম্বাইকে ধন্যবাদ জানিয়েছে তারা।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন আর্চার। এরপর ইসিবির মেডিকেল টিম ও তার কাউন্টি ক্লাব সাসেক্সের সঙ্গে পুনর্বাসন শুরু করবেন তিনি। এদিকে, আর্চারের বদলি জর্ডান গত দুই সপ্তাহ ধরেই স্ট্যান্ডবাই হিসেবে মুম্বাই দলের সঙ্গে আছেন। গত ডিসেম্বরের নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই পেসার অবিক্রিত ছিলেন। এর আগে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস, বেঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights