আইসিসির বর্ষসেরা একাদশে বাংলাদেশের অনুপস্থিতি: কেন টাইগাররা পিছিয়ে?

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য ঘোষিত ২০২৪ সালের বর্ষসেরা একাদশে বাংলাদেশের কোনো ক্রিকেটার স্থান পায়নি। যদিও বিশ্বের বিভিন্ন ফরম্যাটে সেরা পারফরমারদের নিয়ে গঠিত এই একাদশে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ক্রিকেটাররা জায়গা পেয়েছে। তবে বাংলাদেশের কোন ক্রিকেটার এই তালিকায় স্থান না পাওয়াটা ক্রিকেটারদের পার্ফর্মেন্স নিয়ে বড় একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে।

আইসিসির বর্ষসেরা পুরুষ ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আজমতউল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ মোহাম্মদ গাজানফার।

আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জাসপ্রিত বুমরাহ।

আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশ: স্মৃতি মান্দানা, লরা উলভার্ট (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, মারিজেন ক্যাপ, অ্যাশলে গার্ডনার, আনাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দিপ্তী শর্মা, সোফি এক্লেস্টন ও ক্যাট ক্রস।

বাংলাদেশের অনুপস্থিতির কারণ: ক্রিকেট বিশ্লেষকের মতে, বাংলাদেশি ক্রিকেটাররা আন্তর্জাতিক মানের ক্রিকেটে সামঞ্জস্য রাখতে পারছে না। অন্যদিকে, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটাররা সারা বছর ধরে বিভিন্ন ফরম্যাটে দারুণ পারফরম্যান্স করায় এই তালিকায় স্থান পেয়েছে।

বাংলাদেশ দলের কিছু ক্রিকেটার আন্তর্জাতিক মানের। তবুও তারা এই তালিকায় স্থান পেলেন না কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights