আওয়ামী লীগের বিচারহীনতার সংস্কৃতির রেশে ধর্ষণের মতো অপরাধ ঘটছে : রিজভী
অনলাইন ডেস্ক
প্রশাসনের ঢিলেমির কারণে নারী নিপীড়করা অনেক ঘটনায় পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির রেশে এখনও দেশে ধর্ষণের মতো অপরাধ ঘটছে। প্রশাসনের ঢিলেমিতে নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরা পার পেয়ে যাচ্ছে, এসবের বিচার না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।
নির্যাতনরোধে বিএনপি নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মোকাবিলায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। অবিলম্বে আমরা প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তি চাই।