আওয়ামী লীগ নেতা নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৫
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলায় গজালিয়া ইউনিয়নের আলিপুর গ্রামে কোন্দলের জের ধরে প্রতিপক্ষ গ্রুপের হামলায় নিহত ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মো. মোজাহার মোল্লার ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার শেখ আফসার গ্রুপের প্রধানসহ ৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
সোমবার সকালে দায়েরকৃত মামলায় পুলিশ বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করেছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল কর্মকর্তা পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, গত শনিবার সকালে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলীপুর গ্রামে প্রতিপক্ষ শেখ আফসার গ্রুপের হামলায় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোজাহার মোল্লা নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সকালে নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ শেখ আফসার গ্রুপের প্রধানসহ ৫৬ জনকে আসামি করে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আরো অজ্ঞাত আরো ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। তবে, এই পুলিশ কর্মকর্তা গ্রেফতারকৃত ৫ জনের নাম ও দলীয় পরিচয় জানাতে পারেননি।