আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

অনলাইন ডেস্ক

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলিগ-জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ রবিবার। সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মোনাজাত হতে পারে। তা পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী।

এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য সমবেত হচ্ছেন। শীত উপেক্ষা করে তুরাগ তীরে এখন লাখো মুসল্লি। ইবাদাত বন্দেগির মধ্য দিয়ে সময় পার করছেন তারা। ফজর নামাজ শেষে চলছে আম বয়ান।

সকাল থেকেই ট্রেন, বাস ও হেঁটে ইজতেমা প্রাঙ্গণের পথে রয়েছেন মুসল্লিরা।
মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে। আখেরি মোনাজাতের আগে অনুষ্ঠিত হবে হেদায়তি বয়ান।

এর আগে ১৩ জানুয়ারি বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথম পর্ব শেষ হয় ১৫ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights