আগামীর বিশ্ব হবে রোবটিক ও অটোমেশিনের : এমপি শাওন
অনলাইন ডেস্ক
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা। শিক্ষার্থীদের স্মার্ট করতে শিক্ষকদেরকেই আগে স্মার্ট হতে হবে। কারণ আগামীর বিশ্ব হবে রোবটিক এবং অটোমেশিনের। স্মার্ট শিক্ষার ফলেই দেশ হয়ে উঠবে উন্নত।
মঙ্গলবার সকালে ভোলার লালমোহন সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল পার্ক মাঠে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন এমপি শাওন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই পয়লা জানুয়ারি সারা দেশে বই বিতরণে ঐতিহাসিক সাফল্য সারা বিশ্বকে হতবাক করে দিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে। প্রাথমিক শিক্ষার মাধ্যমেই শিশুদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সহমর্মিতা খুবই জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনভিকা নজরুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রিপন, প্রাথমিক শিক্ষা অফিসার আনারুল ইসলাম মিলনসহ প্রমুখ।