‘আগামী নির্বাচন বানচাল আর গণতন্ত্রকে হত্যার চেষ্টা চলছে’

জয়পুরহাট প্রতিনিধি

‘আগামী নির্বাচন বানচাল আর গণতন্ত্রকে হত্যার চেষ্টা চলছে। একাত্তরের ঘাতক এবং তাদের বিদেশি প্রভুরা যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বঙ্গবন্ধুর খুনিদের সাহায্য করেছিল, তারাই এই সময় ঘাতকদের সঙ্গে একাত্ম হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন ঐকবদ্ধ থাকতে হবে।’

সোমবার সন্ধ্যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। প্রত্যেক মানুষের আয় বেড়েছে। টানা তিন মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হচ্ছে।আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে গ্রামে কোনো কাঁচা রাস্তা থাকবে না।
তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ ও আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights