আগামী সপ্তাহে দ্বিতীয় মেয়াদে লড়াইয়ের ঘোষণা দেবেন বাইডেন

অনলাইন ডেস্ক

আগামী সপ্তাহের প্রথম দিকে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্ধিতার ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাইডেন একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে তার পুনঃনির্বাচন প্রচার শুরু করতে প্রস্তুত।
খবরে বলা হয়, মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হতে পারে। কারণ ২০১৯ সালের এই দিন বাইডেন ২০২০ সালে তৎকালীন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এমন পরিকল্পনা এখনো চূড়ান্ত করা হয়নি এবং এটি স্থগিত হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৮০ বছর বয়সে ইতোমধ্যে ইতিহাসের সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দ্বিতীয় মেয়াদ শেষ করার সময় তার বয়স হবে ৮৬ বছর।

এদিকে, যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মনোনয়ন পাওয়ার দৌড়ে বর্তমানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছে। তিনি মার্কিন ইতিহাসের অন্যমত বিভাজনমূলক নির্বাচন করেন। তার এগিয়ে থাকার মধ্যদিয়ে ফের এ সম্ভাবনা বাড়ছে।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights