আড়াই ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক

অনলাইন ডেস্ক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের ব্রেক ব্যান ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এরপর খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টার দিকে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের কিছু আগে নওয়াপাড়া রেলক্রসিংয়ে পৌঁছালে ট্রেনের গার্ডের ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে যায়।

এরপর আরেকটি ইঞ্জিন দিয়ে সেটি উদ্ধারকাজ করা হয়। উদ্ধারকাজ শেষে বিকেল ৩টার পর থেকে খুলনার সঙ্গে পুনরায় সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights