আনন্দসাগরে গোষ্ট পূজা ও মেলায় পুণ্যার্থীদের ঢল

দিনাজপুর প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরে গোষ্ট মেলা অনুষ্ঠিত হয়েছে। ভগবান শ্রী কৃষ্ণ ও রাধার আরাধনায় সাড়ে ৩ শত বছর ধরে চলে আসছে এ গোষ্ট পূজা ও মেলা।

দিনাজপুর শহরের আনন্দসাগর শিবমন্দির প্রাঙ্গনে দিনব্যাপী এ মেলায় হাজার হাজার দর্শনার্থী ও পুণ্যার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার সকালে দিনাজপুর রাজবাটীস্থ কালিয়াজিউ মন্দির থেকে রাধা-কৃষ্ণের মূর্তি নগ্ন পদব্রজে আনন্দসাগর এলাকায় শ্রী শ্রী গোষ্টধাম শিব মন্দিরের পার্শ্বে নিয়ে আসা হয়। সেখানে আলাদা করে রাধা কৃষ্ণ রেখে বাদ্য বাজনা নিয়ে পূজা ও ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। পূজা উপলক্ষে বসে দিনব্যাপী মেলা।
পূজা ও মেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মপ্রাণ হাজার হাজার দর্শনার্থী ও পূণ্যার্থীরা আসেন এখানে। হিন্দু সম্প্রদায়ের মতে, বিশেষ এ দিনটিতে সকলের মঙ্গল কামনা করেছেন তারা।

নগ্ন পদব্রজে আনন্দসাগর এলাকায় শ্রী শ্রী গোষ্টধাম শিব মন্দিরে আসা যতিন চন্দ্র রায় (৭০) জানান, প্রচলিত আছে, গোষ্ট অষ্টমীর দিনে ভগবান শ্রী কৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিল। এছাড়াও আশ্বিন-কার্তিক মাসে অভাবের কারণে এ অঞ্চলের মানুষ বলে থাকেন গোষ্ঠ গেলে কষ্ঠ শেষ হয়ে যায়। কার্তিক মাসে নতুন ধান উঠে আর ঘরে ঘরে শুরু হয় নবান্ন উৎসব। ভক্তরা সকালে এসে এখানেই রান্না করে খেয়ে পুর্জা-অর্চনা করে সকলের মঙ্গল কামনা করেন।

পূজারীদের মতে, কালিপূজার পরের অষ্টমীকেই গোষ্ট অষ্টমী বলা হয়। এই দিনে মূর্তি নিয়ে আসা হয়, আবার পূজা শেষে রাজবাড়ীতে প্রতিমাকে নিয়ে যাওয়া হয়।

আয়োজক কমিটির সদস্যদের মতে, মহারাজার চিরাচরিত প্রথা ও ধর্মীয় নিয়ম অনুযায়ী এই উৎসব পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights