আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় পুলিশের নানা কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেলা পুলিশ। কর্মসূচির মধ্যে ছিল বুধবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকালে প্রভাতফেরী ও আলোচনা সভা।
২১এর প্রথম পহর রাত ১২টা ১ মিনিটে বগুড়ার শহীদ খোকন পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার, আব্দুর রশিদ, মোতাহার হোসেন, শরাফত ইসলাম, সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ, সদর থানার পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান শাহীন প্রমুখ।
এদিকে বুধবার বেলা ১১ টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে শহীদ দিবসের আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নাতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।