আন্দোলনে গুলি করে হত্যা : ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আওয়ামী লীগ কর্মী মো. হারেজ উদ্দিন (৪২) ও উত্তরা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহিয়ানুল হক অর্চি (২৭)।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর উত্তরা ১১নং সেক্টরের ১৮নং রোড এলাকা থেকে হারেজ উদ্দিনকে ও উত্তরা ১১নং সেক্টরের ৪নং রোড এলাকা থেকে মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লাবলু মিয়া নামে একজনকে হত্যার ঘটনায় গত ২২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়কসহ ৩নং সেক্টরের রবীন্দ্র সরণী এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতা অবস্থান করছিল। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর প্রাণঘাতি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাবলু মিয়া হত্যায় জড়িত হারেজ উদ্দিন ও মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। লাবলু মিয়া হত্যা মামলায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।