আবারও অবসরের ঘোষণা পাকিস্তানি অলরাউন্ডারের

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গত মার্চে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন ইমাদ ওয়াসিম। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে থেকে বিদায় নেওয়া পাকিস্তানের স্কোয়াডে আর তিনি ডাক পাননি। এতে করে আবারও বিদায়ের পথেই হাঁটলেন তারকা অলরাউন্ডার। আবারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী ইমাদ।

শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিজেই এই ঘোষণা দিয়েছেন ইমাদ।

অবসরের ঘোষণায় তিনি লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানকে বৈশ্বিক আসরে প্রতিনিধিত্ব করা আমার জীবনের বড় গর্বের বিষয় এবং প্রতিবারই সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুভূতি চিরস্মরণীয়।

তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেছেন পাকিস্তানের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইমাদ। লিখেছেন, যখন এই অধ্যায় সমাপ্তির সময় এসেছে, আমি আমার ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগী হতে চাই। যেখানে ভিন্ন পন্থায় আপনাদের বিনোদিত করতে পারব বলে প্রত্যাশা করছি।

পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের অবাক করে দিয়ে প্রথম দফায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমাদ। তার অনাকাঙ্ক্ষিত সেই সিদ্ধান্ত নিয়ে কম আলোচনা হয়নি। গত বছরের পিএসএলে দুর্দান্ত পারফর্ম করায় ইমাদের অবসর ভেঙে ফেরার গুঞ্জন তৈরি হয়। পরে পিসিবির আগ্রহে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আবারও জাতীয় দলের জার্সি গায়ে তোলেন। যেখানে গ্রুপপর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই মাঠে নামেন ইমাদ।

আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ। ৭৫টি টি-টোয়েন্টিতে ৭৩টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৫৫৪ রান। এছাড়া ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তার উইকেট ৪৪টি, পাশাপাশি ৯৮৬ রানও আছে তার। ২০১৭ সালে পাকিস্তানের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও। ২০১৬ ও ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপও খেলেছিলেন ইমাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights