আবারও ইউটিউবে ফিরলেন সেই লিজিকি

অনলাইন ডেস্ক

তিন বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে ইন্টারনেটে ফিরেছেন চীনা ইনফ্লুয়েন্সার লিজিকি। এমনকি দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কাছ থেকেও অনুমোদন পেয়েছেন তিনি।

সিচুয়ান প্রদেশের একটি গ্রাম থেকে নিজ দাদীর সঙ্গে জীবনযাপনের বিভিন্ন ভিডিও’র মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন ৩৪ বছর বয়সী লি। গত মঙ্গলবার তার চ্যানেল থেকে তিনটি ভিডিও আপলোড করা হয়।

লি জনপ্রিয়তার পান ২০১৬ সালে। রান্না ও ঐতিহ্যগত হস্তশিল্প নিয়ে তার বানানো ধীরস্থির প্রকৃতির ভিডিও দেখে মানসিক প্রশান্তি খুঁজে পেতেন অনেকে। ভক্তরা লিজিকির ফিরে আসায় খুশি। তার প্রত্যাবর্তনকে অনেকেই স্বাগত জানিয়েছেন।
লি’র নির্বাসনে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থার সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। ২০২১ সালের শেষে নিজ ব্র্যান্ডের স্বত্ব নিয়ে তিনি কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেন ও নতুন ভিডিও আপলোড করা বন্ধ করে দেন। ২০২২ সালে মামলাটির নিষ্পত্তি হলেও মঙ্গলবারের আগ পর্যন্ত লি আর ইন্টারনেটে ফিরে আসেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights