আবারও রিভার ট্রান্সপোর্ট এজেন্ট এসোসিয়েশনের সভাপতি দিপু

অনলাইন ডেস্ক
আবারও বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রকিবুল আলম দিপু।

২০২৩-২৫ মেয়াদের জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। তারা জানায়, প্রধান নির্বাচন কমিশনার বোরহান উদ্দিন শিকদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়া সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্যের কমিটির নাম ঘোষণা করেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম।
এ বিষয়ে রকিবুল আলম দিপু বলেন, সংগঠনের উন্নয়নের পাশাপাশি সমস্যা ও সুবিধা নিয়ে আরও বেশি কাজ করার সুযোগ দেওয়ার জন্য সদসস্যের কাছে আমি কৃতজ্ঞ। অন্যান্য সংগঠনের মতো দেশের উন্নয়নে বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights