আমাদের ভাল শিক্ষা দেওয়া উচিত, অ্যানিমেল ছবি নিয়ে মুখ খুললেন সানি লিওন

নিজস্ব প্রতিবেদক

বক্স অফিসে আয়ের রেকর্ড গড়লেও বিতর্কের শেষ নেই রণবীর কাপুর অভিনীত ছবি অ্যানিম্যাল নিয়ে। ছবিতে ভায়োলেন্স, রোম্যান্স এবং নারী নির্যাতনের বিষয়গুলো নিয়ে সমালোচনা হয়েছে। অভিনেত্রী সানি লিওন এবার রণবীরের এই ছবি নিয়ে মন্তব্য করেছেন।

যখন ছবিটি নিয়ে নানা বিতর্ক- বিশেষ করে তৃপ্তি দিমরিকে দিয়ে জুতা চাটার দৃশ্য নিয়েও কথা উঠেছে। এ নিয়ে প্রশ্নের মুখে সানি বললেন, ‘কী সিনেমা মানুষ দেখবেন সেটা তাদের নিজের ব্যাপার। সবসময় এমনটা নয়, কেউ কিছু লিখছে, কেউ কিছু বানাচ্ছে মানে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। সেটা আমাদের পছন্দ। অল্পবয়সীদের ক্ষেত্রে বিষয়টা স্পর্শকাতর।

এক্ষেত্রে, বাবা মায়ের একটু সাবধান থাকা উচিত। তারা কী দেখছে, সেক্ষেত্রে একটু ভাল করে তাদের বোঝানো উচিত। এগিয়ে গিয়ে বন্ধু হিসেবে তাদের সাথে কথা বলতে হবে। আমাদের ভাল থাকা উচিত, ভাল শিক্ষা’ দেওয়া উচিত- একে অপরের পাশে দাঁড়ানো উচিত বলেও মনে করেন সানি।
এর আগে, রণবীর কাপুরের এই ছবি নিয়ে কথা বলেন জাভেদ আখতার। তিনি বলেছিলেন, মানুষের কী করে ভাল লাগতে পারে এ ছবি! এত ভায়োলেন্স, এর উগ্রতা..! সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights