আমি হাইকোর্টে যাবো : হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনের ফলাফল পাল্টানো ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকালে বগুড়া জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলেন একতারা প্রতীকের প্রার্থী।

হিরো আলম সাংবাদিকদের জানান, বিএনপির ছেড়ে দেওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের উপ-নির্বাচনে ফলাফল পাল্টানো ও স্বজনপ্রীতি করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়নি। জনগণ আমার পক্ষে ছিল এরপরও আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আসলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই ন্যায় বিচার পেতে আমি হাইকোর্টে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights