আম্পায়ার লিফটে আটকা, বন্ধ থাকল মেলবোর্ন টেস্ট!

অনলাইন ডেস্ক

হঠাৎ করেই আম্পায়ার লিফটে আটকা পড়লেন। ফলে বেশকিছুক্ষণ বন্ধ থাকল খেলা। অগত্যা বসে থাকতে হল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেটারদের।

আজ বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ঘটনাটি ঘটেছে। দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামলেও থার্ড আম্পয়ার লিফটে আটকা পড়ায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল খেলা।

বিরতি শেষে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামার পরই দেখা দেয় বিপত্তি। অনফিল্ড দুই আম্পায়ার মাঠে হাজির থাকলেও থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ কোথাও নেই!
পরে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ ম্যাচের লাইভ ধারা বিবরণীতে জানায়, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি হচ্ছে। ইলিংওয়ার্থ সময়মতো তৃতীয় আম্পায়ারের কামরায় গিয়ে বসতে পারেননি। অগত্যা রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে গিয়ে তৃতীয় আম্পায়ারের কামরায় বসতে হয়েছে। এরপর খেলা যথারীতি শুরু হয়। ততক্ষণে নির্ধারিত সময় থেকে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেছে।

ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, ‘অদ্ভুত কারণে খেলা বন্ধ হওয়ার ব্যাপারে ক্রিকেট বরাবর প্রথম স্থানেই থাকবে। ’ আরেক ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম বলেছেন, ‘এই ঘটনা অতীতে কোনো দিন তিনি দেখেননি। এর পরেই দু’জনে হাসিতে ফেটে পড়েন। ভনের পাল্টা প্রশ্ন, ‘আপনারা কখনও এ রকম অদ্ভুত কারণে খেলা বন্ধ হতে দেখেছেন?’ ওয়াসিম আকরাম তখন মাথা নাড়িয়ে উত্তর দিলেন ‘না’!

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩১৮ রানে থামিয়ে দেওয়ার পর ব্যাটিংটা ভালো হয়নি পাকিস্তানেরও। মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে আজ ২৬৪ রানে অলআউট হয়ে গেছে শান মাসুদের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights