আরও নাজুক ঢাকা
রাজধানীর বনানীতে গতকাল তীব্র যানজট। দূষণ বাড়াচ্ছে লক্কড়ঝক্কড় বাসের কালো ধোঁয়া
কোনোভাবেই স্বস্তি ফিরছে না রাজধানী ঢাকায়। নানামুখী চাপ বাড়ছে নগরবাসীর। দীর্ঘদিনের সংকট যানজট কমছে না। গুরুত্বপূর্ণ অনেক সড়কে আরও তীব্র হয়েছে। বায়ুদূষণ ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে। বিশ্বের শীর্ষ বায়ুদূষণের শহরের তালিকায়ও উঠে আসছে ঢাকা। বিশেষজ্ঞরা বায়ু নিয়ে বড় ঝুঁকির শঙ্কা প্রকাশ করেছেন। প্রতিনিয়ত চাপ বাড়ছে জনসংখ্যারও। এখনো ঢাকামুখী মানুষ। নাগরিক সেবাসহ সব দিক দিয়েই আরও নাজুক হয়েছে এ মেগাসিটি।