আসাদের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের ৩১০ হামলা

অনলাইন ডেস্ক

বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভাটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদের পতনের পর সিরিয়া এ পর্যন্ত ৩১০টি হামলা চালিয়েছে ইসরায়েল।

সিরিয়ার প্রতিরক্ষা কারখানা, অস্ত্র ও বিস্ফোরক গুদাম, বিমানবন্দর ও বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলা কবলিত এলাকাগুলোর মধ্যে আছে দামেস্ক, কুদসিয়া ও সালামিয়াহ এলাকা।

ইসরায়েলের দাবি, এসব অস্ত্র যাতে উগ্রপন্থিদের হাতে না পড়ে সে জন্যই এই হামলা চালানো হয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে, ভারী অস্ত্রসশস্ত্র নিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ায় প্রবেশ করেছে। তবে তেল আবিব এই অভিযোগ এরইমধ্যে নাকচ করেছে। তারা জানিয়েছে কেবল সিরিয়া সীমান্তের গোলানের বাফার জোনেরই নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে ইরান ও রাশিয়া অভিযোগ করেছিল, আসাদ সরকারের পতনের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights