ইইউ’র অ্যাম্বাসেডর হিসেবে এন্ড্রু পুজডারকে মনোনীত করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসেডর হিসেবে এন্ড্রু পুজডারকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২২ জানুয়ারি) ইইউ’র অ্যাম্বাসেডর হিসেবে এন্ড্রু পুজডারকে মনোনীত করেন ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক ফাস্টফুড রেস্টুরেন্ট হার্ডি এবং কার্লস এর সাবেক সিইও ৭৪ বছর বয়সি এন্ড্রু পুজডার।

এন্ড্রুর মনোনয়ন প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোস্যাল পোস্টে লিখেছেন, চরম আর্থিক সংকট থেকে রেস্টুরেন্ট হার্ডি এবং কার্লসকে এন্ডি তার ১৭ বছরের সিইও জীবনে বের করে এনেছেন। কোম্পানিটিকে প্রাণ দিয়েছেন।

এন্ড্রুর ব্যবসা এবং ব্যক্তিগত জীবন চর্চা নিয়ে প্রশ্ন উঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম পর্বে তাকে লেবার সেক্রেটারির পদ থেকে ট্রাম্প প্রশাসন থেকে সরিয়ে দিয়েছিল।

ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, এন্ডি (এন্ড্রু) গুরুত্বপূর্ণ এলাকা ইউরোপে আমাদের জাতীয় স্বার্থ তুলে ধরে ভাল করবে।

এছাড়া ট্রাম্প রক্ষণশীল সমাজ কর্মী, লেখিকা এল ব্রেন্ট বোজেলকে থার্ডকে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার প্রধান হিসেবে মনোনীত করেছেন। এই এজেন্সি সরকারি অর্থায়নে চালিত আন্তর্জাতিক মিডিয়া ভয়েস অব আমেরিকাকে দেখভাল করে।

সূত্র : এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights