ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত এখনও আলোচনার টেবিলে: ফিন্যান্সিয়াল টাইমস

অনলাইন ডেস্ক

ইউক্রেনকে এফ- ১৬ যুদ্ধবিমান সরবরাহ করার বিষয়টি এখনও আলোচনার টেবিলেই রয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

যদিও আমেরিকা বারবার বলে আসছে, তারা ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না। কিন্তু ফিন্যান্সিয়াল টাইমস বলছে, আমেরিকা ইউক্রেনেকে জঙ্গিবিমান সরবরাহ করতে পারে। অন্তত তারা তৃতীয় কোনও দেশের কাছে এই বিমান পাঠাতে পারে, যেখান থেকে ইউক্রেন বিমানের চালান পাবে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, যুদ্ধ বেড়ে চলার প্রেক্ষাপটে আমেরিকা ইউক্রেনকে সম্ভবত অত্যাধুনিক বিমান শক্তি দিয়ে সাহায্য করতে পারে। অথবা অন্য সম্ভাব্য অপশন হতে পারে- আমেরিকা তৃতীয় কোনও দেশের কাছে এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করবে এবং সেই তৃতীয়পক্ষ তা ইউক্রেনকে সরবরাহ করবে।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ জানিয়েছেন, ইউক্রেনকে বিমান সরবরাহ করার বিষয়টি নিয়ে মঙ্গলবার জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে আলোচনা হবে।

তবে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি বলেছেন, ইউক্রেনের কাছে যুদ্ধবিমান পাঠানোর বিষয়টি দীর্ঘ প্রক্রিয়া। সে কারণে এখন যুদ্ধবিমান সরবরাহের চেয়ে অন্য গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করাটাই জরুরি। সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights