ইউক্রেনের চিকিৎসাকেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ার

অনলাইন ডেস্ক

ইউক্রেনের চিকিৎসাকেন্দ্রসহ আরও বেশ কয়েকটি স্থাপণায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার রাতে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এসব হামলা হয়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, রাশিয়ার আটটি ড্রোন শহরের তিন জেলায় বেসামরিক এলাকায় আঘাত হেনেছে। গত তিন বছর ধরে চলা যুদ্ধে ওই এলাকায় এর আগেও বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে।

সিনিয়েহুবোভ জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় পাঁচজন আহত হয়েছে। তবে মেয়র ইহোর তেরেখোভ জানিয়েছেন কমপক্ষে সাতজন এসব হামলায় আহত হয়েছে।

সিনিয়েহুবোভ জানিয়েছেন, ড্রোন হামলার পর আগুন ধরে যাওয়ায় ৫০ জনকে চিকিৎসাকেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং জরুরি কর্মীরা সেখানে কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সেখানকার কয়েক ডজন বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কিছু অ্যাপার্টমেন্ট ভবনের জানালা ভেঙে পড়েছে বলেও জানানো হয়। সূত্র: রয়টার্স, এনবিসি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights