ইউক্রেনে বাঁধে ধস, বন্যায় নিহত বেড়ে ৮

অনলাইন ডেস্ক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বাঁধ ধসের ঘটনায় সৃষ্ট্র বন্যায় নিহতের সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে। শুক্রবার মস্কো সমর্থিত খেরসন প্রশাসন এই তথ্য জানিয়েছে।

এক টেলিগ্রামে খেরসনের আঞ্চলিক প্রধান ভ্লাদিমির সালদো বলেছে, ‌‘দুর্ভাগ্যজনকভাবে হতাহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে।’

এই বাঁধ ধসের কারণে ওই অঞ্চলে ২২ হাজার ২৭৩টি বাড়ি প্লাবিত হয়েছে।
মঙ্গলবার থেকে এ পর্যন্ত দুর্গত এলাকা থেকে পাঁচ হাজার আটশ’ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ২৪৩ জন শিশুও রয়েছে।

রুশ সমর্থিত খেরসন প্রশাসনের অভিযোগ, ইউক্রেনের সেনারা বন্যা দুর্গত এলাকায় গোলাবর্ষণ করছে। যার ফলে বিঘ্নিত হচ্ছে উদ্ধারকাজ।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights