ইউক্রেনে হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির

ইউক্রেনে হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া- এমন আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানান জেলেনস্কি।

এ সময় জেলেনস্কি আরও বলেন, পশ্চিমারা দ্রুত সমাধান চাইলেও কিয়েভ কেবল ‘ফেয়ার পিস’ গ্রহণ করবে।
এ সময় তিনি মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান দেওয়ার আহ্বান জানান।

রাশিয়ায় হামলার ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা মস্কোর জন্য সুবিধাজনক বলেও উল্লেখ করেছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার প্রতিরক্ষামূলক লাইন ধরে রাখবে ও রাশিয়ার যেকোনও বড় অগ্রগতি বন্ধ করবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কেউই আশা পরিত্যাগ করতে চায় না। ২০২২ সালে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জেলেনস্কি।

সম্প্রতি যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনে একের পর এক গ্রাম দখলে নিচ্ছে তারা। খারকিভ অঞ্চলজুড়ে এমন পরিস্থিতি দেখা গেছে।

এমন পরিস্থিতিতে কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে, আসন্ন দিনগুলোতে আন্তর্জাতিক যে সফর রয়েছে, তা স্থগিত রাখবেন ভলোদিমির জেলেনস্কি। সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights