ইউপি সদস্য শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের চাঞ্চল্যকর ইউপি সদস্য শামিম খান হত্যা মামলার প্রধান আসামি চান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) সকালে তাকে বরগুনা আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার খালিশপুর নতুন রাস্তার মোড় থেকে বেতাগী থানার পুলিশ শামীম হত্যা মামলার প্রধান আসামি চান মিয়াকে (৫৫) গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা বেতাগী থানার উপ-পুলিশ পরিদর্শক শুভ বাড়ৈ খুলনা ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করেছেন বলে জানান।
গ্রেফতারের পর তাকে বেতাগী থানায় নিয়ে আসা হয়।
এর আগে, এ মামলায় অপর আসামী রাজা মিয়া, নুর মিয়া (৪৮) ও শিশিরকে (৩৩) গ্রেফতার করা হয়। তারা সবাই আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে।
উল্লেখ্য, সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের মেম্বার শামিম খানের ঘরে রাতে ঘুমন্ত অবস্থায় দরজা বন্ধ করে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এতে স্ত্রী সন্তানসহ তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন শামীম খান। এই ঘটনায় শামীম খানের মা মনোয়ারা বেগম বাদী হয়ে বেতাগী থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্বে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চাঁন মিয়া ভারতে পালিয়ে যাওয়ার জন্য খুলনায় অবস্থান করছে। মঙ্গলবার রাতেই তাকে গ্রেফতার করে বেতাগী থানায় নিয়ে আসা হয়। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।