ইয়েমেনে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলার হুমকি হুতিদের

অনলাইন ডেস্ক

ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মোহাম্মদ আলি আল-হুতি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেনে হামলা চালানো হলে তারা মার্কিন স্বার্থে পাল্টা আঘাত করবেন।

একটি ভিডিও বার্তায় আল-হুতি বলেন, আমেরিকানদের সতর্ক করছি, ইয়েমেনে আক্রমণ বন্ধ না করলে আমরা তাদের স্বার্থে আঘাত করব। কোনো সীমারেখা আমাদের থামাতে পারবে না। তিনি আরও যোগ করেন, গাজা এবং ইয়েমেনে ইসরায়েলের হামলা বন্ধ না হলে আমরা স্পর্শকাতর মার্কিন সম্পদে আঘাত করে আমাদের বার্তা পৌঁছে দেব।

যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড (CENTCOM) একটি ছবি প্রকাশের পর এই হুঁশিয়ারি দিল হুতিরা। ওই ছবিতে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিতে দেখা যায়।

যুক্তরাষ্ট্র দাবি করছে, তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলা বন্ধ করতে এই অভিযান চালাচ্ছে।

গাজায় যুদ্ধবিরতি চেয়ে চাপ তৈরি করতে হুতি বিদ্রোহীরা এই হামলা শুরু করেছে। এর অংশ হিসেবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা কয়েক ঘণ্টা আগে সফলভাবে আটক করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যদি এই হামলা বন্ধ না হয়, তাহলে হুতি নেতাদের ওপর সরাসরি আঘাত হানা হবে।

ইসরায়েলের গাজা আক্রমণ এবং ইয়েমেনে মার্কিন অভিযানের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাচ্ছে। হুতিদের সাম্প্রতিক হুমকি এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights