ইরাকে ড্রোন হামলায় ইরানপন্থি স্থানীয় কমান্ডারসহ নিহত ৪

অনলাইন ডেস্ক

বাগদাদের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়া সদর দপ্তরে ড্রোন হামলায় অন্তত চার মিলিশিয়া যোদ্ধা নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে পুলিশ ও নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে।

পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইরাকি মিলিশিয়া গোষ্ঠী আল-নুজাবা’র ব্যবহৃত একটি ভবনের ভেতরে অন্তত দুটি রকেট আঘাত হেনেছে।

গোষ্ঠীটির একজন মুখপাত্র জানিয়েছেন, আহত এক যোদ্ধা মারা যাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য সূত্র মৃতের সংখ্যা নিশ্চিত করেছে।
হামলায় আল-নুজাবার এক স্থানীয় কমান্ডার ও তার এক সহযোগী নিহত হয়েছেন বলে পুলিশ ও গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র এবং দুই ইরাকি মিলিশিয়া কমান্ডার মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলেছে, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। তারা প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে।

স্থানীয় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু আকিল আল-মুসাভি বলেন, আমরা প্রতিশোধ নেব এবং আমেরিকানদের এই আগ্রাসন চালানোর জন্য অনুতপ্ত করব।

এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights