ইরানের সাফল্য এখন কাজে লাগাতে চায় বৃহৎ সামরিক শক্তিগুলো : তেহরান
অনলাইন ডেস্ক
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, বিশ্বের বৃহৎ সামরিক শক্তিগুলো এখন ইরানের অর্জিত সাফল্যগুলো কাজে লাগাতে চায়। তিনি প্রতিরক্ষা শিল্প দিবসকে সামনে রেখে এক বার্তায় এ কথা বলেছেন। মঙ্গলবার ইরানে এই দিবসটি পালিত হবে। খবর পার্সটুডের।
জেনারেল বাকেরি বলেন, বর্তমানে গোটা বিশ্বই স্বীকার করছে ইরানের প্রতিরক্ষা শক্তি স্থল, সাগর, আকাশ, মহাকাশ, ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছে। আর এই উন্নতি রিভার্স ইঞ্জিনিয়ারিং ও সিমুলেশনের ওপর নির্ভরশীল নয় বরং ইরানিদের উদ্ভাবনী শক্তি এসব সাফল্য এনে দিয়েছে।
তিনি আরও বলেন, প্রতিরক্ষা শিল্প খাতে যে বিপ্লব ঘটে গেছে তা ক্রমেই সর্বোচ্চ শিখরের দিকে যাচ্ছে এবং সর্বাধুনিক প্রযুক্তির ওপর ভর করেই এই অগ্রযাত্রা অব্যাহত রাখা হয়েছে। ইরানের এই সিনিয়র জেনারেল বলেন, শত্রুদের নানা ষড়যন্ত্র ও নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিরক্ষা শিল্পের সব ক্ষেত্রে সাফল্য এসেছে।