ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের
মানবিক সহায়তার অপেক্ষায় থাকা শতাধিক ফিলিস্তিনিকে হত্যার জন্য ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
খবর অনুসারে, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এবং তাদের মানবিক চাহিদা সুরক্ষিত করতে ইসরায়েলি সরকারকে বাধ্য করতে ফিলিস্তিনি মন্ত্রণালয় দেশটির ওপর প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘ফ্যাসিবাদী’ ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভিরের ফ্রন্ট বলেও অভিযোগ করেছে তারা।
বৃহস্পতিবার, মন্ত্রণালয়টি বলেছে, এই হামলা ইসরায়েলে অব্যাহত ‘গণহত্যা’র অংশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘বেসামরিক নাগরিকদের রক্ষার একমাত্র উপায় হিসাবে যুদ্ধবিরতি শুরু করতে জরুরি হস্তক্ষেপের’ আহ্বান জানিয়েছে।