ইসরায়েলে গিয়ে পাশে থাকার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর ইসরায়েলে পা রাখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তেল আবিবে পৌঁছান তিনি।

তেল আবিব বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “গত ৭ অক্টোবর হামাসের হামলা ছিল ‘অবর্ণনীয় ও ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড’। ব্রিটেন ইসরায়েলের পাশে রয়েছে।”
এ সফরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যাবেন ঋষি। ইসরায়েল-হামাস সংঘাত কমানোর চেষ্টা চালাবেন বলে জানিয়েছে তার কার্যালয়।

সফরের ঘোষণার পর ঋষি সুনাক বলেছেন, প্রতিটি বেসামরিক মানুষের মৃত্যু এক-একটি দুঃখজনক ঘটনা।

বিবৃতিতে তিনি আরো বলেন, আল-আহলি হাসপাতালের হামলা এ অঞ্চলের নেতাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সংঘাতের বিপজ্জনক বৃদ্ধি রোধে বিশ্বের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত।

এ সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা তার। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights