ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান

ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক ড্রোন দিয়ে হামলা শুরু করেছে ইরান। সিরিয়ার রাজধানী দামেস্ককে কনস্যুলেটে চালানো হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম ধাপে এ হামলা চালাল ইরান। খবর বিবিসির।

রবিবার দিবাগত রাতে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ছুড়তে থাকে ইরানের চৌকস বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সেনারা। এসব ড্রোন এখন ইসরায়েলের দিকে ছুটে আসছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলে পৌঁছাতে এগুলোর প্রায় ৯ ঘণ্টা সময় লাগবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের বিমানবাহিনী শতাধিক ড্রোন শনাক্ত করেছে। যেগুলোর ওপর নজর রাখা হচ্ছে। ড্রোনের পর ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে এমন সম্ভাবনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে বিমানবাহিনী।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এসব ড্রোন ইসরায়েলের সীমানার ভেতরে আসার আগেই ভূপাতিত করার চেষ্টা করা হবে।

ড্রোনের পর ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। ইরান থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আসতে ২ ঘণ্টা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসতে মাত্র ১২ মিনিট সময় লাগবে। যদি ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে তাহলে এ ব্যাপারে সাধারণ মানুষকে অবহিত করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights