ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ মো. নুরুন্নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী মাও মুহিবুল্লাহ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাও. তাহসীন ইউসুফ, মাওলানা জিয়াউল হক জিয়া, হাফেজ হাবিবুল্লাহ, মাও. হযরত আলী ও মাও. মোতালেবুর রহমান সাইফী প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হাফেজ আব্দুর রহিমকে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি, মো. হযরত আলীকে সহ-সভাপতি ও আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।