ইসিকে ১৭৫ ল্যাপটপ, ৪৩০০ ব্যাগ দিল ইউএনডিপি
অনলাইন ডেস্ক
সার্বিক সহযোগিতায় প্রাথমিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) কিছু সরঞ্জামাদি দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ।
আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে ইসির কাছে এসব সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।
ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪ হাজার ৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এগুলো হস্তান্তর করেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন।
এ সময় স্টেফান লীলার বলেন, ইউএনডিপি রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করছে নির্বাচনে কীভাবে সহযোগিতা করা যায়।
আর সিইসি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না ইসি। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগোচ্ছে ইসি। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবারের ভোটার তালিকা।
এদিকে, ছয় মাসের মধ্যে হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদী ইসি। আগামীকাল সোমবার সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। সোমবার থেকে ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে ৬৫ হাজার লোক কাজ করবে বলে জানা গেছে।