উখিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ার পালংখালীতে অভিযান চালিয় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সদস্যরা। যার আনুমানিক মূল্য কোটি টাকা৷ শনিবার পালংখালীর আঞ্জুমান পাড়ায় খায়ের ঘের নামক স্থানে এই অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।
আটককৃত মাদককারবারী আঞ্জুমান পাড়ার মোঃ আব্দুল হাকিমের ছেলে মোঃ আরফাত (২০) ও একই এলাকার মোঃ আব্দু ছালামের ছেলে মোঃ সিফাত (১৯)।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু মাদককারবারি মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে সীমান্তের এপারে আসতে পারে, এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির একটি চৌকস অভিযানিক টিম তাদের লক্ষ করে অভিযান চালিয়ে হাতে নাতে উক্ত ইয়াবাসহ তাদের আটক করা হয়। এ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।