উজিরপুরে ধান ক্ষেতে বাঁধ দিয়ে মাছের ঘের করার প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে ধান ক্ষেতে জোরপূর্বক বাঁধ দিয়ে মাছের ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ করে স্থানীয় কৃষকরা। মঙ্গলবার সকালে পশ্চিম সাতলা এলাকায় ভূক্তভোগী মশিউর রহমান হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় শতাধিক কৃষক বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
কৃষকরা অভিযোগ করেন, তাদের পৈত্রিক ও ভোগদখলীয় ধান ক্ষেতে মাটি কেটে বাঁধ দিয়ে এবং সরকারি খালে বাঁধ দিয়ে জোরপূর্বক মাছের ঘের করছে স্থানীয় প্রভাবশালীরা।
এ বিষয়ে সরেজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।