উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মিলন মিয়া বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার উত্তরা পশ্চিম থানার সাবেক আহ্বায়ক মো. মিলন মিয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
একইসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সীতাকুন্ড উপজেলা আহ্বায়ক মো. ফজলুল করিম চৌধুরীকেও প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়।
শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।